কুমিল্লায় র্যাবের পৃথক দুটি অভিযানে গাঁজা, ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনকালে দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহ:পতিবার ১২ আগস্ট গভীর রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (২৮)।
পৃথক আরও একটি অভিযানে বৃহ:পতিবার ১২ আগস্ট সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতলী বেলঘর গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ ফাহিম হোসেন (২২)। উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র্যাব সদস্যরা।