কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা মো. ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার ভোর রাতে জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
রবিবার বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম।
পুলিশ সুপার জানান, গত ২৭ জুলাই দুপুরে দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ কম্পাউন্ডে গ্রেফতারকৃত ইয়াছিন (২০) নারীসহ তার কয়েকজন সহযোগী নিয়ে টিকটক ভিডিও নির্মাণ করেন। একইদিন সন্ধ্যায় তারা একাধিক ‘লাইকি’ আইডিতে ওই টিকটক ভিডিও আপলোড করলে মুহুর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার আরো বলেন, বিষয়টি নজরে আসার পর তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি পুলিশের একটি টিম অভিযান শুরু করে ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইয়াছিন তার সহযোগীদের নিয়ে সেখানে টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করেছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর আহমেদ, মো. আফজাল হোসেন ও নাজমুল হাসান রাফী, সদর সার্কেল সোহান সরকার, ডিআইও-১ মাঈনউদ্দিন খান, জেলা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়াসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ।