সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭ জনে।শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬১ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকায় ১০১, চট্টগ্রাম ৬১, রাজশাহী ৮, খুলনা ৪৫, বরিশাল ১২, সিলেট ৭, রংপুর ১০ এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।