চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় আসামি করা হয়েছে তার স্বামী বাবুল আক্তারকে। ওই মামলায় গায়ত্রী অমর সিং নামে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক নারী কর্মীর সঙ্গে বাবুল আক্তারের প্রেমের সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার তদন্তে গায়ত্রীর ব্যাপারে বিস্তারিত জানতে ২৩ মে ইউএনএইচসিআরকে চিঠি দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জুলাইয়ের শেষে সেই চিঠির উত্তর দেয় ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর চিঠির উত্তরে কী তথ্য দিয়েছে- জানতে চাইলে মঙ্গলবার (৩ আগস্ট) পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, ‘যেহেতু গায়ত্রী সিং বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাই তার বিষয়ে বিস্তারিত জানতে আমরা তার তৎকালীন কর্মস্থল ইউএনএইচসিআরকে চিঠি দিয়েছিলাম। কিন্তু ইউএনএইচসিআর তার বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি। শুধু মামলার এজাহারের সময়কালে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন ততটুকু জানান। এছাড়াও চিঠিতে বর্তমানে গায়ত্রী ওই প্রতিষ্ঠানে চাকরি করেন না বলে জানানো হয় এবং গায়ত্রীর বর্তমান অবস্থান কোথায়, তাও তারা জানাতে পারেনি।’
তবে সবকিছুর সমীকরণ মিলিয়ে মিতু হত্যা মামলা তদন্ত করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানা।