নোয়াখালী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল ইসলাম। রোববার (১ আগস্ট) দুপুরে তিনি সাবেক পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে থেকে দায়িত্ব গ্রহন করেন । এ দিকে চট্রগ্রাম রেঞ্জ কার্যালয়ে নবাগত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম বার পিপিএম।
এর আগে পুলিশ সুপার কার্যালয়ে আসার পর নবাগত পুলিশ সুপার শহীদুল ইসলামকে বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৫ তম বিসিএস (পুলিশ ক্যাডারে) ২০০৬ সালে পুলিশ বিভাগের এএসপি পদে যোগদান করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে (পিপিএম-সেবা) নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।