কুমিল্লা সুয়াগাজীতে র্যাবের অভিযান-২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬, পৃথক একটি অভিযানে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ি গ্রেফতার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি বিশেষ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ৬ জন মাদকদ ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ রবিবার ১ আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজাসহ ৬ জন মাদককারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার ছেলে মোঃ শামিম (৩০), মোঃ হৃদয় (২৩),একই উপজেলার বিষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মোজাম্মেল (২২), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার পূর্ব পুংকারা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুছ এর ছেলে মোঃ দিপু মিয়া (২৬), সিলেট জেলার মোংলা বাজার থানার গুটাটিকর এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে আলমগীর আহম্মদ (২৬), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে মোঃ শিমুল @ আরিফুল ইসলাম (২৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র্যাব সদস্যরা।
পৃথক আরও একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ জুলাই ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে মোছাঃ আফরোজা আক্তার (১৯)। ধৃত মহিলা মাদাক ব্যবসায়িকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।