কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একাধিক টিমের পৃথক পৃথক অভিযানে ৬৯ কেজি গাঁজা,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মদ , দুটি বিয়ার ও একটি প্রাইভেটকারসহ মোট ১০ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ একটি টিম গতকাল ৩১ জুলাই ব্রাহ্মণপাড়া থানাধীন সাহেবাবাদ বাজারস্থ ইমরান পোল্ট্রি এন্ড ফিস ফিড নামক দোকানের সামনে থেকে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ দুলাল ও রুবেল রানা নামের দুইজনকে গ্রেফতার করে। পৃথক অভিযানে সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অভিমুখী রাস্তার মাথা থেকে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ ও সোহাগ নামের দুজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ।
এর আগে ৩০ জুলাই কুমিল্লা ডিবি পুলিশের একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন সদর উপজেলার নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ১২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রনি হোসেন ও সাব্বির হোসেন নামের দুজনকে গ্রেফতার করে ।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের চৌকস দুটি টিমের পৃথক অভিযানে ২৭ জুলাই কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড মাহবুবিয়া সুপার মার্কেটের সামনে থেকে সোহেল সরকার, নয়ন হোসেন, জামান হাসান নামের তিন যুবককে ৫০০ পিস ইয়াবা , ১০ কেজি গাঁজা, ১ বোতল বিদেশী মদ, ২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পৃথক অভিযানে কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসান গাজী নামে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিনার ইনচার্জ আনাওয়ারুল হক জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকমুক্ত কুমিল্লা গড়তে ডিবির একাধিক টিম ধারাবাহিক ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।