আগামীকাল রোববার থেকে গার্মেন্টসসহ দেশের রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ খবরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে।আজ শনিবার (৩১ জুলাই) সকাল থেকে কঠোর বিধিনিষেধের উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন হিড়িক পড়েছে।
শত শত যাত্রী ও ব্যক্তিগত যানবাহন যে যেভাবে পারছে ঢাকামুখি আসার চেষ্টা করছেন। যাত্রীদের কারো কারো মুখে মাস্ক থাকলেও শারীরিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।
শুধু জরুরি ও বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন চালুর কথা থাকলেও ট্রাক পিকআপ ভ্যান ও সিএনজি দিয়ে ঢাকা ফিরতে চেষ্টা করছেন ।ঢাকা ও চর্টগ্রাম থেকে আসা যাত্রীদের বেশিরভাগই পোশাককর্মী বা পোশাক কারখানার সঙ্গে জড়িত।
এদিকে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে রওনা হচ্ছে। এতে যাত্রীদের তিনগুন-চারগুন বেশি ভাড়া গুণতে হচ্ছে।
যাত্রীরা জানান, প্রয়োজনীয় কাজ এবং জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন তাঁরা। পোশাককর্মীরা বলছেন, গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, তাই যেকোনো উপায়ে গার্মেন্টসে যোগদান করতে হবে, না হলে চাকরি থাকবে না। এসব যাত্রীর মধ্যে নারীদের সংখ্যা বেশি।