সাম্প্রতিক সময়ে কুমিল্লায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি অক্সিজেন সংকটে পড়তে হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। মানবিক দৃষ্টিকোন থেকে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে আরও ১০ টি অক্সিজেন সিলিন্ডার জাগ্রত মানবিকতার নিকট হস্তান্তর করলেন কুমিল্লা ক্রিকেট বোর্ডের সভাপতি সাইফুল আলম রনি।
৩০ জুলাই শুক্রবার কুমিল্লা মহানগরীর তালপুকুরপাড়স্থ স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার নিকট উক্ত অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সাইফুল আলম । তিনি স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারগুলো প্রদান করেন ।
এ বিষয়ে বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি জানান, কুমিল্লায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। বিষয়টি খুব বেদনাদায়ক। চলতি মাসের ১ জুলাই আমি ব্যক্তিগত উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। বর্তমানে কুমিল্লা মহানগরীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আরও ১০ টি সিলিন্ডার হস্তান্তর করেছি। মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছি। তিনি বলেন ১০ টি সিলিন্ডারের মধ্যে ৫ টি সিলিন্ডার দিয়েছেন কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির।তিনি বলেন অক্সিজেনের ঘাটতি হলে আরও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করবেন বলে জানান।
কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির বলেন, অতিমারি করোনার প্রাদুর্ভাবে যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য সবার এগিয়ে আসা উচিৎ। সেই দায়িত্ববোধ থেকে অক্সিজেন সাপোর্ট নিয়ে আমরা করোনার রোগীদের পাশে দাঁড়িয়েছি।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও সহ-সভাপতি মোস্তফা হেলাল কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাহসিন বাহার সূচনা আরো বলেন, জাগ্রত মানবিকতা সবোর্চ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। করোনার অতিমারি শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করেছি। করোনা আক্রান্তে সারা দেশে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা। প্রতিদিন রাত দিন করোনা আক্রান্ত রোগীর স্বজনদের ফোন আসছে । ফোন পাওয়া মাত্রই যত রাত হোক না কেন জাগ্রত মানবিকতার ভলিন্টিয়াররা হাসিমুখেই করোনা রোগীদের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন।
জরুরী অক্সিজেন প্রয়োজন হলে যোগাযোগ করুন জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকদের সাথে:
শুভ : 01685609642 ,তানভীর : 01681600088, মুন: 01832915744 ,তুহিন: 01642157832 ,রবিন: 01723666725 ,সাজ্জাত : 01676081546 ,রিদয় : 01615099888 ,বাবু: 01633182579,সাজিদ: 01917775060, স্বপ্নিল : 01677720400।