ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর বিল থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম ওয়ারিজ উদ্দিন (৮১) ওরফে ওয়ারেজ পাগলা। সোমবার দুপুরে বিলের পানি থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।
তিনি জানান, বিলের পানিতে পাওয়া ওয়ারিজ উদ্দিন ওরফে ওয়ারেজ পাগলা কসবা শিমরাইল এলাকার বাসিন্দা। তিনি ভিক্ষা করে দিন কাটাতেন। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরও বলেন, স্থানীয়রা বলেন, গতকাল কসবা উপজেলার শিমরাইল ও মেহারী ইউনিয়নের মধ্যবর্তী চৌবেপুর বিলের বর্ষার পানিতে ডুবে থাকা একটি রাস্তা পার হচ্ছিলেন তিনি। ওই রাস্তার পার হওয়ার সময় তিনি অথৈ পানিতে ডুবে গিয়ে নিখোঁজ ছিলেন। আজ তার লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার সাথে থাকা ভিক্ষা করা ২১০ টাকা উদ্ধার করা হয়। পরে স্বজনদের অনুরোধে কোনও ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।