চ্যানেল খুলে চাঁদাবাজি
——– মাকসুদা সুলতানা ঐক্য
পাপিয়া বা সাবরিনা তো
দু’এক জন নয়,
আরেকজন ও দারুণ খেলে
তাই তো সে নির্ভয়!
চ্যানেল খুলে চাঁদাবাজি
করছে বহু দিন,
মফস্বলের ছেলে গুলোর
বাড়ছে কেবল ঋণ।
ওর চ্যানেলে নিয়োগ নিয়ে
উল্টো ঢালে টাকা,
মাস ফুরোলে চাঁদার টাকা
গুনেই পকেট ফাঁকা।
জয়যাত্রায় পাঠাতে হবে
তাঁদের শ্রমের ভাগ,
তা না হলে ম্যাডাম তখন
ফোনেই জ্বালায় আগ!
কেমন করে ওর ক্ষমতা
এতোখানি হয়?
কার সাহসে বলে এমন
পায়না কোন ভয়!
যে সরকারই ক্ষমতায় আসে
তাঁর কাছেই যায়,
লেবাসধারী নারী বলেই
সুযোগ টা ঠিক পায়!
শুনেছি তো ইদানীং সে
আওয়ামী লীগের বেশে,
মদের আসর পাতে ঘরেই
দিনের আলোর শেষে।
সে কারণেই মক্ষীরানীর
কথায় এতো জোর,
টাকার উৎস খুঁজলে পাবে
মস্ত বড় চোর।
নষ্টা নাকি সত্যবাদী
শুনেই হাসি পায়,
চাল চলনে পতিতাও
লাজে মরে যায়!!
মাকসুদা সুলতানা ঐক্য সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশন