কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টহল দলের অভিযানে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় ৫১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি টু এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুলাই গভীর রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি এ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার পুর্বক দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিরা অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিল বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামি দিনাজপুর জেলার সদর থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সুমন (৩৫) একই জেলার বিরামপুর থানার ভাগলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ মুসফিকুর রহমান (৩২)। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব।