বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের তৃতীয় দিনে জনসচেতনতা বাড়াতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ একটি মোটর সাইকেল শোডাউনের আয়োজন করে। মুলত জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য সবার দৃষ্টিগোচর করার লক্ষ্যে মোটর সাইকেলের শোডাউনটি করা হয়।
দেশব্যাপী শুরু হওয়া কঠোর বিধিনিষেধ (২৩ জুলাই-৫আগষ্ট) আরোপের পর কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মোটর সাইকেল শোভাযাত্রা বের করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরী বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন সফল করতে আমরা বিভিন্ন কর্মসুচি পালন করছি।। এছাড়াও থানা এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে পুলিশের এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
সম্প্রতি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।