1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রানা, ও মেহেবুব হোসেন রিপনের নেতৃত্বে এক বিশাল র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সিপিজের খোলা চিঠি ড. ইউনুসকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম গ্রেফতার শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা কু‌মিল্লায় ডাকাতির নাটক সাজিয়ে প্রতিবন্ধী ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা ক‌রে চাচা রাজধানীর কাকরাইলে সভা সমা‌বেশ নি‌ষিদ্ধ

কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে মানুষের ভিড়

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৭ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এর মধ্যেই ঈদ করতে গ্রামে যাওয়া মানুষ এখনও কর্মস্থলে ফিরছেন। বিধিনিষেধ উপেক্ষা করে ভোর থেকেই সাধারণ যাত্রী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চাপ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

বিশেষ করে ছোট বা ব্যক্তিগত গাড়ি লম্বা লাইন দিয়ে ফেরিতে ওঠার অপেক্ষা করছে। একইভাবে নদী পাড়ি দিয়েও মানুষ আসছেন। তবে সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণ রোধে শুক্রবার সকাল ছয়টার পর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী ফেরি চলবে। তবে ফেরিগুলো সীমিত পরিসরে চালানো হবে। জরুরি রোগী, রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গাড়ি এবং পণ্যবাহী গাড়ি পারাপার করতেই সীমিত পরিসরে ফেরি চলবে। সাধারণ যাত্রী পারাপার নিষেধ থাকলেও কেউ যদি ফেরিতে উঠে পড়ে, এ ক্ষেত্রে বাধা দেওয়া হবে না।

আপনার যে কোনো পোলো শার্ট অর্ডার করতে এখনি কল করুন

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com