কুমিল্লার ইলিয়টগঞ্জে এক কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত করে টাকা, খেলনা পুতুল ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ধৃত ছিনতাইকারী জেলার চান্দিনা উপজেলার থাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে মো. জসিম (৩০), সে পেশায় সিএনজি অটো চালক।
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক টিপু জানান, কাভার্ডভ্যান নিয়ে চালক মহাসড়কের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন ছিনতাইকারী কাভার্ডভ্যানের কাছে এসে ছুরি দিয়ে চালকের হাত ও পায়ে আঘাত করে। চালকের সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা, মোবাইল, খেলনা পুতুল, শ্যাম্পু ও খেলনা গাড়ি ছিনতাই করে।
এ সময় কাভার্ডভ্যানের চালক চিৎকার শুরু করলে টহলরত ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের কাছে ব্যারিকেড দিয়ে সিএনজি থামিয়ে ছিনতাইকারী জসিমকে আটক করে। উদ্ধার করা হয় ছুরি ও ছিনতাইকৃত নগদ টাকা ও মালামাল। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুল্রিম ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক টিপু জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।