মাদকমুক্ত কুমিল্লা গড়তে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় মাদক বিরোধী একটি বিশেষ অভিযানে ১৮ জুলাই রবিবার রাত সাড়ে দশটার সময় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনওয়ারুল আজিমের নেতৃত্বে এসআই দিবাকর রায় সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া ঘোলপাশা গ্রামের একটি হাঁস মুরগির খামার থেকে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ি মাসুদ রানা রসুল নামের একজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পৃথক আরোও একটি অভিযানে রাত সাড়ে তিনটায় কুমিল্লা ডিবির এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকামুখী সৌদিয়া নামের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক আচারণ দেখে চারজনকে আটক করা হয় । পরে তাদের স্বীকারক্তিতে পেটের ভিতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার পুর্বক কুমিল্লা ডিবি অফিসে নিয়ে আসা হয়। আসামিদের পেটে এক্সরে করে তাদের পেটের ভিতরে ইয়াবা সদৃশ বস্তু দেখা যায়। একপর্যায়ে বিশেষ কায়দায় পেটে রক্ষিত ১৩০ টি প্যাকেট মল ত্যাগের মাধ্যমে বের করে আনা হয়। উক্ত প্যাকেটে সাড়ে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ডিবি পুলিশ।