কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য কুমিল্লা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপস) রাজীব চক্রবর্তী ,এসআই(নি:) সমীর গুহ , এএসআই (নি:)হান্নান আল মামুন, এএসআই (নি:) রুবেল মাহমুদ ওসংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বিবিরবাজারস্থ রাজমংগলপুর গ্রামের একাধিক মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট মোঃ সুজন মিয়া (২৬) গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ি সুজনের হেফাজত থেকে ১৫৫৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপর মাদক সম্রাট পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।
সুত্র জানায়, সুজন বিবিরবাজার রাজমঙ্গলপুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও মাদক সম্রাট। ধৃত সুজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও গত ২১ মে রাত এগারটার সময় রাজমঙ্গলপুর গ্রামে একটি কালভার্টের উপর একই এলাকার মাদক সম্রাট ও দশটি মাদক মামলার আসামি শাহীন সঙ্গীয় বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুজন, জহির,শ্যামল ,মফিজ শাকিল দেশীয় দা ছেনি দিয়ে হোসেন মিয়ার উপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়, স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এলাকায় অবাধে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হোসেন মিয়ার উপর হামলা চালানোর বিষয়ে স্থানীয় ব্যক্তিরা জানায়।
এ হামলার ঘটনায় হোসেনের বোন সাফিয়া বেগম বাদী হয়ে এজাহারভুক্ত প্রধান আসামি শাহীন, সুজনসহ মোট আটজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ে করে।মামলা নং ৭৪/১৫৪ এ মামলার দুই নাম্বার এজাহারভুক্ত আসামি মো: সুজনকে মাদকসহ গ্রেফতার করে থানা পুলিশ।