কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে দু্ই কেজি গাঁজা, ২১ পিস কোরেক্স সিরাপ উদ্ধার পুর্বক তিন মাদক ব্যবসায়িসহ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১। ২কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, যাহা কোতয়ালী থানার মামলা নং- ৮২, তারিখ- ১৮/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)।
২। ২১ বোতল ইস্কাফ সিরাপ ও একটি ব্যাটারী চালিত ইজিবাইক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, যাহা কোতয়ালী থানার মামলা নং- ৮৩, তারিখ- ১৯/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৩(খ)/৪১/৩৮।
৩। কোতয়ালী থানার মামলা নং- ১৯, তারিখ- ০৩/০৬/২০২১ইং এর আসামী হযরত আলী(৪০), পিতা- ইদ্রিস মিয়া, সাং- করিমপুর, ব্যাপারী বাড়ী, থানা- মুরাদনগর, বর্তমান সাং- ধর্মপুর, কিরন ব্যাপারীর বাড়ীর ভাড়াটিয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
৪। কোতয়ালী থানার মামলা নং- ২৮, তারিখ- ০৬/০৬/২০২১ইং এর আসামী মোঃ মাঈন উদ্দিন(২৬), পিতা- মোঃ মিলন মিয়া, মাতা- সাহানারা বেগম, স্ত্রী- চাঁদনী বেগম, সাং- উল্টর চর্থা তেলিয়া পুকুরপাড়(সালাউদ্দিন এর বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
৫। কোতয়ালী থানায় বিঃ ট্রাঃ ৯/১৯, সোনারগাঁও থানার মামলা নং-১৭(১)১৮ইং মূলে আসামী মোঃ রাশেদ(২৩), পিতা- মোঃ কামাল, গ্রাম: শাসনগাছা(ধলুয়ার বাড়ী বকুলের ঘর), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করা হয়।
৬। কোতয়ালী থানার মামলা নং- ৮৪, তারিখ- ১৯/০৪/২০২১ইং এর আসামী ১। মোঃ বিল্লাল হোসেন(৪২), পিতা- মৃত নুর মিয়া, মাতা- মৃত মালিনী বেগম, ২। মোঃ শাকিল(২০), পিতা- মোঃ বিল্লাল হোসেন, মাতা- রাশেদা বেগম, উভয় সাং- একবালিয়া পূর্বপাড়া, স্কুলের পূর্ব পাশে, পোস্ট অফিস বালুয়াচর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অভিযানের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ সুপার ফারুক আহমেদ স্যারের নির্দেশনায় কোতয়ালী থানা এলাকাকে মাদকমুক্ত করতে রুটিন অনুযায়ি থানা পুলিশ ২৪ ঘন্টার পারফরম্যান্সে মাদকসহ ৩ আসামি ও পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।