মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে পরীমনি সাংবাদিকদের বলেন,তার দায়ের করা মামলার সুষ্ট বিচার হোক ।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে পরীমনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসেন। পরে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ ও ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান সেদিনের ঘটনার বিষয় ও মামলা সংক্রান্ত বিষয়ে পরীমনির সঙ্গে কথা বলেন।
তিন ঘণ্টা পর বেরিয়ে এসে পরীমনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে ডিবি পুলিশ ডাকেনি, আমি নিজে থেকেই এখানে এসেছি। আমাকে কাজে ফিরতে হবে। সেই কথাটা কিন্তু কেউ ভাবেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম সেটা কেবল আমিই জানি। সবাই আমাকে সাপোর্ট করেছে। সবার ভালোবাসা দেখে আমি অভিভূত। আমি এখন উঠে দাঁড়াতে পারছি।’
এ সময় ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আসামিরা যে যত বড় হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সঠিক তদন্ত হবে বলেও জানান তিনি।
এ দিকে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় গ্রেপ্তার নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকের মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এ ছাড়া তিন নারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, আজ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
এর আগে পুলিশ নাসির ইউ মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করে। এই মামলায় লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) গ্রেপ্তার দেখানো হয়।