কুমিল্লা মহানগরীর হাউজিং গোল মার্কেটের ব্যবসায়ী রাকিব স্টেশনারী নামীয় দোকানের মালিক ইমাম হোসেন বিকাশ এজেন্ট নাম্বার থেকে পুর্ব পরিচিত কাস্টমার মোস্তফাকে তার দেওয়া ব্যক্তিগত বিকাশ নাম্বার ও অন্য একটি নাম্বারে মোট ৫১ হাজার টাকা সেন্ডমানির মাধ্যমে দোকান মালিক থেকে গ্রহন করে। এ সময় বিকাশে প্রেরনকৃত টাকা চাইলে মোস্তফা টাকা আসে নাই বলে দোকানের মালিক ইমাম হোসেনের সাথে প্রতারণা করেন। দোকান মালিক ইমাম হোসেন কাস্টমার মোস্তফার প্রতরণার বিষয়টি বুঝতে পেরে টাকা আদায়ের চেস্টা করে ব্যর্থ হোন। পরে থানায় মামলা দায়ের করলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম প্রতারক মোস্তফা ও তার স্ত্রীকে গ্রেফতার করে।
অপর একটি ঘটনায় নগরীর বাগিচা গাঁও এলাকা থেকে ঝিনাইদহ সদর উপজেলার পলাশ নামের এক প্রতারকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। সে গত তিনমাস ধরে নগরীর বিভিন্ন দোকানের এজেন্ট ও পারসোনাল নাম্বার সংগ্রহ করে তার সিন্ডিকেটের সদস্যদের নিকট প্রেরণ করে অভিনব কায়দায় অর্থ উর্পাজন করে আসছিল।
অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুটি ঘটনায় ৩ বিকাশ প্রতারককে আটক করার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।