কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবককে কুপিয়ে আহত করার পর রামদা হাতে নিয়ে নাচানাচি করা ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটি দেখে র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৮ মে) দুপুর ২টার দিকে র্যাব কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়িটি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) এবং মামলার প্রধান আসামি একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহজালাল (৩২)।