বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) ব্যাংক বন্ধ থাকবে। এদিন বাংলাদেশ ব্যাংকেরও সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানায়, সরকারি ছুটি থাকায় এদিন ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া পুঁজিবাজারে লেনদেনও এদিন বন্ধ থাকবে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বৃহস্পতিবার (২৭ মে) থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ার বাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
উল্লেখ্য, সারাদেশে বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে।
একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।