ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল সোহেল রানা নামে এক মোটরসাইকেল আরোহী।
শনিবার রাত ১২টার দিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে কাঁচপুর এলাকায় পিকআপের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত সোহেল রানা (২৬) পশ্চিম আসাদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম ভূঁইয়ার ছেলে। তিনি জেলার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন। নিহত সোহেল রানার চার মাস বয়সী একজন ছেলেসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, সোহেল রানা ঢাকায় চাকরি করেন। শনিবার রাতে নিজস্ব মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে কাঁচপুর এলাকায় পেছন থেকে একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করতে পারেনি। রোববার দুপুর ২টায় ছাত্রলীগ নেতা সোহেল রানার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রাত ১২টার দিকে ওই ছাত্রলীগ নেতাকে অজ্ঞাত কোনো যানবাহন পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করি। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।