কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কে প্রাইভেটকারযোগে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর সার্বিক নির্দেশনায় গতকালৈ শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার রায়পুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী লেনের রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের মুখে একটি সন্দেহজনক প্রাইভেটকার থানা পুলিশের টহল গাড়ী দেখে পালানোর চেষ্টাকালে, ধাওয়া করে একটি নীল রংয়ের পুরাতন প্রাইভেটকার রেজি নংঃ ঢাকা মেট্রো গ- ১৩-২০৭২ আটক করা হয়। এ সময় গাড়ীতে থাকা সন্দেহজনক আসামি .মোঃ শরীফ (২৩) পিতা শাহজালাল , নাঈম হাসান (২২) পিতা আবুল কালাম, নুর মোহাম্মদ (২৩) পিতা মৃত বাদশা মিয়া, মেহেদী হাসান (২৪) পিতা দেলোয়ার হোসেন , তানভীর আহমদ (২২) পিতা জালাল উদ্দীন,সর্ব থানাঃ দাউদকান্দি, কুমিল্লাদের গ্রেফতার করে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আসামিদের সন্দিগ্ধ আচরণ প্রকাশ পায়। আসামিরা সবাই হাফ-পেন্ট পরিহিত ছিল। এ সময় আসামিদের উল্লেখিত প্রাইভেট কার তল্লাশি করে ১টি এ্যালমুনিয়াম ও প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল যা দেখতে পিস্তল সাদৃশ, ১টি ছুরা ,১টি প্লাস, ১টি লোহার রড,ও ১টি স্টিলের লাঠি এবং গাড়ীতে কিছু গাঁজার গুড়া ও খালি বিয়ারের কৌটা পাওয়া যায়।
জিঙ্গাসাবাদে আসামিরা মহাসড়ক ও ফিডার রোডেড় ডাকাতি/ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার স্বীকারক্তি প্রদান করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে পুলিশ।