কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২ টি চাকুসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিবকে (২৮) আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, ১৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি সুইস গিয়ার চাকুসহ একজন চিহ্নিত সন্ত্রাসী সজিবকে হাতেনাতে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ।