রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টার দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চালক মারুখ হোসেনের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৫নং ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নিয়ে মারুখ হোসেন নদীতে পড়ে যান। এর দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও নৌ সদস্যরা মাইক্রোবাসটি উদ্ধার করলেও চালক নিখোঁজ থাকেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা ফেরিঘাটের অদূরে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে রাজবাড়ীর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করলে তা মাইক্রোবাস চালকের বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন। ।
এ জাতীয় আরো খবর..