দেশে করোনায় মৃত্যুর হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪১ জন। সরকারি বিধিনিষেধ আরোপের পর এই প্রথম প্রাণহানি কমে ৫০-র নিচে আসলো। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৭৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি।
বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে প্রাণহানি কমে ৫০-এ দাঁড়িয়ে। গত পরশু এ সংখ্যা ছিল ৬১, তার আগেরদিন সংখ্যাটি ছিল ৬৫। এর আগে, এপ্রিলের বেশ ক’বারই ২৪ ঘণ্টায় প্রাণহানির সংখ্যা ১০০ পার করেছে।