এপ্রিল মাসের প্রথম ২৭ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সবশেষ গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ মো. আবদুল ওহাব তরফদার। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি যশোরের একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, আবদুল ওহাব তরফদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। আবদুল ওহাব তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৫২ জন চিকিৎসকের মৃত্যু হলো।