রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- তোফায়েল আহম্মদ (৬০) ও মোঃ আপন মিয়া (২৮)। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২৭ এপ্রিল ২০২১ তারিখ মঙ্গলবার ১৫.২০ টায় মতিঝিল থানাধীন টিএন্ডটি কলোনিস্থ হোটেল জহুরা (আবাসিক) এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য মতিঝিল থানাধীন টিএন্ডটি কলোনিস্থ হোটেল জহুরা (আবাসিক) এর সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।