1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ নংওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির র‍্যলিতে যোগদান কুমিল্লায় মাদকসহ একজন গ্রেফতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাখাওয়াত ইসলাম রানা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ স‌ম্মেলন কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের শোক সাখাওয়াত ইসলাম রানার ঈদের শুভেচ্ছা জ্ঞাপন মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা স্বন্দী‌পের মা‌নু‌ষের কাছ থে‌কে আজ কলঙ্ক মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা

ভার্চুয়াল কো‌র্টে জা‌মিন- সারা‌দে‌শে কারামুক্ত ৯ হাজার আসা‌মি

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৮১ বার পঠিত

করোনা সংক্রমণ প্রতি‌রো‌ধের দ্বিতীয় দফার চতুর্থ দিনে রবিবার (১৮ এপ্রিল) সারা দেশের নিম্ন আদালতে ৩ হাজার ৩১৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে এক হাজার ৮৪২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে চার কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন ৯ হাজার ৪৬ জন আসামি। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং বেশি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। রবিবার দেশের নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে তিন হাজার ৩১৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৮৪২ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিন দেশের নিম্ন আদালতগুলোতে এক হাজার ৬০৪ জন, দ্বিতীয় দিনে তিন হাজার ২৪০ জন এবং তৃতীয় দিনে দুই হাজার ৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়। প্রথম তিন কার্যদিবসে কারামুক্তি পান মোট সাত হাজার ২০৪ জন হাজতি আসামি।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তগুলো নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com