হারিয়ে যাওয়া শিশু ইয়াছিন জাহিদুল হাসান (৬) এর পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা হেফাজতে রয়েছে।
গত ১৪ এপ্রিল, ২০২১ (বুধবার) কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার নামক এলাকা থেকে শিশুটিকে পাওয়া যায়। তারাবীহর নামাজের পর মুসল্লিরা তাকে মসজিদের সামনে পায়। তার পরনে ছিল লাল রঙয়ের গেঞ্জী।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে কামরাঙ্গীরচর থানায় (অফিসার ইনচার্জ মোবাইল নং-01320039921) অথবা (ডিউটি অফিসার-মোবাইল নং-01320039844, টিএনটি নাম্বার-+880255069573) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।সুত্র:ডিএমপি