কুমিল্লা জেলা ডিবি ও থানা পুলিশের গত তিন দিনের পৃথক পৃথক অভিযানে ১৫২ কেজি গাঁজা, ২৭০০ পিস ইয়াবা, ২৫ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় অভিযান গুলোতে ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সুত্রে জানা যায়, “একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে মাথায় রেখে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সঠিক দিক নির্দেশনায় মাদকমুক্ত কুমিল্লা গড়তে গতকাল শুক্রবার ডিবি পুলিশের একটি অভিযানে এএসআই মাসুদ হোসেনের নেতৃত্বে আর্দশ সদর পাঁচথুবীর কোটেশ্বর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী সহিদকে গ্রেফতার করে। ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার এলাহাবাদ এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ আবুল নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এছাড়াও গত বৃহ:পতিবার ১৫ এপ্রিল কুমিল্লা ডিবি পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে এএসআই মাসুদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার শালুক মুড়া এলাকা থেকে একটি নিশান টয়োটা প্রাইভেটকারেথোকা ৭০ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এর আগে ১৪ এপ্রিল কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, তদন্ত বেলাল হোসেন, অপারেশন আরিফ হোসেনের নেতৃত্বে এএসআই হান্নান আল মামুন, এএসআই রুবেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর বালুতুফা এলাকা থেকে ৩১ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিন জেলা ডিবি পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী হাকিম পাম্পের সামনে থেকে ২০ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ মাদক ব্যবসায়ি মোতালেবকে গ্রেফতার করে। পৃথক আরোও একটি অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা মহাসড়কের পাশে খাবার হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকারসহ আসামি জামাল ও আযম নামের দুইজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
এছাড়াও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে এসআই সুজন, এএসআই দেলোয়ার, এএসআই আলমগীর, এএসআই মহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লামপুর গ্রামের বিল্লাল হোসেন (৪২), পিতা- আবু তাহের,সাং- লামপুর, থানা- সদর দক্ষিণ, কুমিল্লাকে নিজ বাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
একই সময়ে কুমিল্লা জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী পৃথক ৩ টি অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাসেল ও আরিফ হোসেনকে সদর দক্ষিণ থানাধীন চৌমুহনী আয়েশা সুপার মার্কেটের সামনে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে ২৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ বশিরকে মুরাদনগর থানাধীন পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২৫ বোতল ফেন্সিডিল ও ১৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী শহীদ ও মনির হোসেনকে সদর দক্ষিণ থানাধীন জয়নগর আদর্শ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশে সুপারের নির্দেশে মাদক মুক্ত কুমিল্লা গড়তে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা পুলিশ। মাদক বিরোধী অভিযানগুলোতে আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়।