দুজন মরহুমার গোসল জানাজা ও দাফন সম্পুর্ন করে বিবেক
গতকাল বুধবার লকডাউনের প্রথমদিনে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউপির আবদুল্লাপুর গ্রামস্থ চৌধুরী বাড়ী নিবাসী হোসাইন চৌধুরী রনি’র মাতা রেহেনা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউপির দৌলতপুর পূর্ব পাড়ার মনতাজ মিয়ার স্ত্রী মোসাঃ শানু বেগম করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুমিল্লা বিবেকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে বিবেক টিমের সদস্যরা লকডাউন পরিস্থিতিতে প্রথম রমজানের রোজা রেখে মারা যাওয়া দুজন মরহুমার গোসল ও জানাজা শেষ করে দাফন করেছেন। করোনাকালে বিবেক টিমের মানবিকতা এক আলোর বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদের দাফন কাফন ও জানাযা দিয়ে আসছে সামাজিক সংগঠন বিবেক কুমিল্লা।