1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত হো‌সেন গ্রেফতার

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪২ বার পঠিত
হেফাজ‌ত নেতা শাখাওয়াত হো‌সেন

রাজধানীর লালবাগ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর নাম সাখাওয়াত হোসেন (৪২)।

আজ সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম হেফাজতের নেতা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে লালবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে রাজধানীতে সহিংস ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ডিবি কার্যালয়ে নিয়ে সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে গত কয়েকদিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে গোয়েন্দা ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ডিবি। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com