দেশে করোনা শনাক্তের ৪০৩তম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) মঙ্গলবারে রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও রেকর্ড সংখ্যক ৯৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৩৭ জন। ৯৬ জনের মধ্যে ৯৪ জন হাসপাতালে ও বাসায় দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।
এ সময়ে দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরি ২৪ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ১৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৩ হাজার ১৭০ জন।
মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৫জন, বরিশালে ৫জন, সিলেটে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।