কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকায় মাস্ক পরিধানের হার ৯০ শতাংশের উপরে। ক্ষেত্রবিশেষে হার ৯৮% পর্যন্ত দেখা যায়। কুমিল্লা জেলা পুলিশের মাস্ক পদযাত্রায় এক শুমারির প্রাপ্ত তথ্য অনুযায়ি দেখা যায়, নগরীতে ৯০% শতাংশ লোক মাস্ক ব্যবহার করছেন এবং কিছু এলাকায় ৯৮ শতাংশ লোকজন মাস্ক ব্যবহার করছেন।
করোনা প্রতিরোধে মাস্ক কে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ পুলিশ গত ২১ শে মার্চ হতে জনসাধারণকে মাস্ক পরিধানে বিশেষ কর্মসূচি গ্রহণ করে। তারই অংশ হিসেবে কুমিল্লা জেলা পুলিশ বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে। জেলার প্রতিটি থানায় মাস্ক মঞ্চ স্থাপন করে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
জনসাধারণের মাঝে লক্ষাধিক মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হয়। এছাড়াও জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ ধরনের বিভিন্ন কার্যক্রমের ফলে মাস্ক পরিধানের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। প্রকৃত চিত্র পাওয়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি পরিচালনা করা হয়।
শহরের কান্দিরপাড় মোড় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় আনুমানিক ৫ শতাধিক জনসাধারণের উপর শুমারি করে দেখা যায় ৯৫ শতাংশের উপরে মাস্ক পরিধান করেছে। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। তবে এখনো গ্রামাঞ্চলে এ হার সন্তোষজনক নয়। কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদের নিরলস প্রচেস্টায় জেলা পুলিশকে নিয়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতার জন্য নানা কর্মসুচি পালন করে আসছেন। তিনি সর্বক্ষেত্রে কুমিল্লাবাসীর সহযোগিতা কামনা করেন।