1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

কুমিল্লা নগরী‌র উ:চর্থায় স্থানীয় জনতার হা‌তে ইয়াবাসহ রিক্সাচালক আটক -থানা পুলিশে সোর্পদ

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬২৯ বার পঠিত

কুমিল্লা মহানগরীর উত্তর চর্থায় স্থানীয় লোকজন ৫০ পিস ইয়াবাসহ  অ‌টোচালককে লিটন না‌মের একজন‌কে আটক করে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের নিকট সোর্পদ ক‌রে। আটক লিটন নগরীর শুভপুর এলাকার  ভাড়া‌টিয়া বা‌সিন্দা।

স্থানীয় সুত্র ও স‌রেজ‌মি‌নে জানা যায়, গতকাল সোমবার রাত আনুমা‌নিক বারটার সময় কু‌মিল্লা মহানগরীর উত্তর চর্থা হোচ্চা‌মিয়া স্কু‌লে প‌শ্চিম এক‌টি  ব‌্যা‌টা‌রি চা‌লিত রিকশা নি‌য়ে চালক উত্তর চর্থা হোচ্চা‌মিয়া স্কু‌লে প‌শ্চিম পাশে স‌ন্দেহজনক ঘোরাঘু‌রি কর‌তে থা‌কে। একপর্যা‌য়ে স্থানীয় দু যুবক রিকশা চালক‌কে ঘটনাস্থ‌লে আসার কারন জি‌ঙ্গেস কর‌লে অস্বাভা‌বিক কথা ব‌লে, এক পর্যা‌য়ে রিকশা চাল‌কের হা‌তের পে‌কে‌টে থাকা ইয়াবার এক‌টি ছোট পোটলা বের করা হয়। জিঙ্গাসাবাদে রিকশা চালক জানায় এক ব‌্যক্তি‌কে ইয়াবাগু‌লো দি‌তে এখা‌নে আ‌সে।

ইয়াবার বিষ‌য়ে জিঙ্গাসা কর‌লে শুভপুর এলাকার গহ ও বা না‌মের ব‌্যক্তির নাম প্রকাশ ক‌রে। ‌খবর পে‌য়ে এক সাংবা‌দিক ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হয়‌ে বিষয়‌টি কোতয়ালী ম‌ডেল থানার পু‌লিশ প‌রিদর্শক অপা‌রেশন আ‌রিফুল ইসলাম‌কে জানায়। তি‌নি ঘটনাস্থ‌লে কোতয়ালী মডেল থানা পু‌লি‌শের এএসআই অ‌লিউল্ল‌্যাকে পাঠান, এ সময় পু‌লিশ আটক ব‌্যক্তি‌কে জিঙ্গাসাবা‌দ কর‌লে ইয়াবা থাকার বিষ‌য়ে স্বীকা‌র ক‌রে। এ সময় স্থানীয় লোকজ‌নের সাম‌নে ইয়াবাগু‌লো গণনা ক‌রে ৫১ পিস পায়। পরে এএসআই অ‌লিউল্লাহ উপ‌স্থিত  স্বাক্ষী‌দের স্বাক্ষর নি‌য়ে আসা‌মি‌কে থানায় নি‌য়ে আইনানুহ ব‌্যবস্থা গ্রহন ক‌রবেন ব‌লে জানান। মাদ‌কের বিষ‌য়ে বিস্তা‌রিত সংবাদ আস‌ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com