বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কভিড টেস্ট করাতে হবে। এরমধ্যে শেরে বাংলা মেডিক্যাল কলেজ (এসবিএমসি), বরিশাল; বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিডেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম; কক্সবাজার মেডিক্যাল কলেজ (কক্সএমসি) (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি); কুমিল্লা মেডিক্যাল কলেজ (সিইউএমসি), কুমিল্লা; ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিসিন এন্ড রেফারাল সেন্টটার (এনআইএলএমআরসি), ঢাকা; ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (এনপিএমএল-আইপিএইচ), ঢাকা; ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোসাল মেডিসিন (এনআইপিএসওএম), ঢাকা; নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়নগঞ্জ; খুলনা মেডিক্যাল কলেজ (কেএমসি), খুলনা; কুষ্টিয়া মেডিক্যাল কলেজ (কেইউএমসি), কুষ্টিয়া; ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (এমএমসি), ময়মনসিংহ; শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (এসজেডআরএমসি), বগুড়া; রাজশাহী মেডিক্যাল কলেজ (আরএমসি), রাজশাহী; এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর; রংপুর মেডিক্যাল কলেজ (আরপিএমসি), রংপুর ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (এসওএমসি), সিলেট রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬