কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে চৌদ্দগ্রাম এলাকার নালঘর থেকে ২০ কেজি গাঁজা ও নগরীর চকবাজার এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহীন কাদিরের নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নালঘর নামক স্থানে অভিযান চালিয়ে একটি সিএনজি আটক করেন। এ সময় সিএনজিতে থাকা ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি ইউনুসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পৃথক আরোও একটি অভিযানে গোয়েন্দা পুলিশে দুটি টিম কুমিল্লা মহানগরীর চকবাজার হাজী বিরিয়ানীর সামনে থেকে মাদক ব্যবসায়ি ইমাম হোসেনকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের মাদক বিরোধী শ্লোগান “মাদক ছাড় -না হয় কুমিল্লা ছাড়” এ ঘোষনাকে মাথায় রেখে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।