কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার পাঁচথুবি ছাওয়ালপুর গ্রামের শফিক মেম্বারের বাডী থেকে ৬ রাউন্ড গুলি, ৫৮০ পিস ইয়াবা ,১৯ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহ:প্রতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল সোহান সরকারের নেতৃত্বে শফিক মেম্বারের বাড়ীতেই এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সুত্র জানায়, গতকাল বৃহ:পতিবার ১ এপ্রিল দুপুর আনুমানিক বারটার সময় কুমিল্লার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শেখ মফিজুর রহমান, এসআই শরিফুর রহমান, এসআই আরমান হোসাইন, এসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সফিক মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সফিক মিয়ার বসতবাড়ী থেকে রাউন্ড গুলি, ৫৮০ পিস ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও খালি বিয়ারের বোতল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম।
এ বিষয়ে সফিক মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি জানান,তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার বাড়িতে উদ্ধারকৃত আলামত তার নয় বলে দাবী করেন।