কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজার জেলা প্রশাসকের নামে (ডিসি কক্সবাজার) ভেরিফাইড অ্যাকাউন্টে এ ঘোষণা দেয়া হয়। এতে ঘোষনা হয়, ০১/০৪/২০২১) মধ্যরাত থেকে আগামী ১৪/০৪/২০২১ তারিখ পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। জেলা প্রশাসন, কক্সবাজার।
এদিকে সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে সেন্টমার্টিনের পর্যটকবাহী জাহাজগুলো। গুটিয়ে ফেলা হয়েছে সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের বসার জন্য সাজানো কিটকট চেয়ার। করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার শহরে কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মাঠে নেমেছে জেলা পুলিশও।