এ কার সেবা করছি আমি–
একটি সাপ তার দুটি বিষাক্ত দাঁত!
ছোবলে ছোবলে রক্তের স্বাদ আহরণ!
মৃত্যুর কোল থেকে প্রতিদিন জেগে উঠি-
নতুন একটি সকালের প্রত্যাশায়।।
এ কার সেবা করছি আমি?
ভূলোক লুণ্ঠিত যার ধ্বংসের ছোবলে!
অমৃত খুনের নেশায় মস্তক জাগে রোজ-
আরো একবার মৃত্যুকে আলিঙ্গনের তৃষ্ণায়!!!
আমি তাঁকে প্রেমিক বলেই চিনেছিলাম।।
এ কার সেবা করছি আমি?
যতবার বিলুপ্ত হই; ততবার হিংস্রতায় জাগা!!!
মৃত্তিকা শোনে কি কান্না মিনতি কারো-
বেঁচে থাকার প্রয়াসে ত্রিশ লক্ষ আত্মার বিলাপ?
যেখানে স্বপ্ন মরে মরে গড়ে উঠেছে ফসলের পাহাড়?
এ কার সেবা করছি আমি?
যেখানে ঘুমিয়ে আছে আমার স্বজন!!!
অসংখ্য ভাই বোনের আত্মা আর আত্মা-
সমুদয় পৃথিবীর উজ্জল নক্ষত্রজাতি?
অতিষ্ঠ আমি, ক্লান্ত আমি প্রেম অপ্রেমের সন্ধানে।।
এ কার সেবা করছি আমি———–!!