নারায়ণগঞ্জে হেফাজতের হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ভাংচুর করা হয় ক্যামেরা। ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন।
রোববার (২৮ মার্চ) হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এসময় আহত হন বৈশাখী টিভির রিপোর্টার আশিক মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রায়হান কবীর, গাজী টিভির রিপোর্টার রুবিনা ইয়াসমিন, ক্যামেরাপার্সন মাহমুদুর রহমান এবং আরটিভির একজন রিপোর্টার।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হেফাজতের নেতা-কর্মী ও হরতাল সমর্থনকারীরা তাদেরকে লোহার পাইপ ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ভাংচুর করা হয়।সুত্র:সস
এ জাতীয় আরো খবর..