কুমিল্লার কিংবদন্তী পুরুষ ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ডিজিএস ওবায়দুর রহিম ইন্তেকাল করেন (ইন্না ল্ল্লিাহে ওয়াইন্না ইলাইহী রাজীউন)।তিনি শুক্রবার ভোর ৫:২০ মিনিটের সময় কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নামাজের জানাজা শুক্রবার বাদ জুম্মাহ্ কুমিল্লা ধর্মসাগর পশ্চিম পাড়স্থ বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানগণ মরহুমের নামাজের জানাযায় শরীক হবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন মরহুমের একমাত্র ছেলে শাহাদাৎ মোহাম্মদ আল রহিম সাদাত।
এক নজরে ওবায়দুর রহিম :
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অবিভক্ত বাংলার সাবেক ত্রিপুরার কৃষক প্রজা পার্টির প্রখ্যাত রাজনীতিবিদ ও বঙ্গীয় ব্যবস্থা পরিষদের সাবেক আইনপ্রনেতা মরহুম মৌলভী মকবুল হোসেন এম,এল,এ (১৯৩৭-১৯৪৬ইং) সাহেবের ৩য় পুত্র ওবায়দুর রহিম ।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ডিজিএস (১৯৬৫-৬৬) ছিলেন এবং বৃহত্তম কুমিল্লা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর কুমিল্লার অন্যতম সংগঠক ছিলেন।
পরবর্তীতে তিনি পারিবারিক এবং নিজস্ব ব্যবসায় মনোনিবেশ করেন। এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখে নিজের জীবন অতিবাহিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।।
আব্বুকে আল্লাহ্-পাক জান্নাত নসীব করুন । আমীন