কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাস্কমঞ্চ স্থাপন ও মাস্ক বিতরণের একটি র্যালির মাধ্যমে সচেতনাতা মুলক কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল রোববার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে একটি র্যালি ও মাস্ক বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে মাস্ক মঞ্চ স্থাপন এবং এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে কুমিল্লা জেলা পুলিশ। উক্ত র্যালি শেষে পথচারীদের মাস্ক পড়ায় উদ্বুদ্ধকরণ এর পাশাপাশি মাস্ক পরা পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), । কুমিল্লা জেলার ১৮টি থানায় মাস্ক মঞ্চ স্থাপন করে প্রতিনিয়ত মাস্ক সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।