কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউপির একবালিয়া গ্রামের ইমন মিয়ার ছেলে মেহেদি হাসান মাদক সেবন করে গ্রামের মানুষকে উক্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মেহেদী নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক উপজেলার গলিয়ারা ইউপির একবালিয়া গ্রামের ইমন মিয়ার ছেলে মেহেদি হাসান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এএসআই জহির উদ্দিন জানান, এলাকার লোকজন মেহেদীর বিষয়ে থানায় অভিযোগ করলে থানার ওসি স্যারের নির্দেশে একটি টিম নিয়ে একবালিয়া থেকে মেহেদীকে গ্রেফতার করি। স্থানীয় লোকজন জানায়, মেহেদী মাদক সেবন করে এলাকায় মানুষকে হয়রানি ও উক্ত্যক্ত করে আসছে। পরে মেহেদীকে মোবাইল কোর্টে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে একমাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে। পুলিশ দন্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে।