কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের একটি টহল দল সদর দক্ষিন থানাধীন সুয়াগাজী ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কমলাপুর এলাকায় প্রাইভেটকারযোগে অবৈধ পথে আনা ভারতীয় ২২৮ টি মোবাইল ফোনসহ দুই জনকে আটক করে।এ সময় গাড়ী চালক নাজমুল (২৪) ও মোবাইল চোরাকারবারি তৌহিদ (৩৫) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আনিসুর রহমান জয়।
জানা যায়, কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই আবদুর রহমান টহলকালীন মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কমলাপুর কসমস সিএনজি পাম্প সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ২২৮টি ভারতীয় অবৈধ মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় সরকারের ভ্যাট ট্রাক্স ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মোবাইল পাচারের অভিযোগে চালক নাজমুল ও চোরাকারবারী তৌহিদকে গ্রেফতার করে পুলিশ।