পুলিশ মেমোরিয়াল ডে -২০২১ উপলক্ষে সশস্ত্র অভিবাদনসহ নিহত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত স্থায়ী স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করা হয় । নিহত পুলিশ পরিবারের সদস্যগণের উপস্থিতিতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি কুমিল্লা জোনের মো: সাইফুল ইসলাম (এসপি)ি,্ নরেশ চাকমা কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় নিহত ৭৯ জন পুলিশ সদস্যের পরিবারবর্গের হাতে উপহার ও স্মৃতি স্মারক তুলে দেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন ও পুলিশ সুপার ফারুক আহমেদ।