ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একাধিক ফেসবুক আইডি লগইন অবস্থায় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা ৭.১৫ টায় সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এর নেতৃত্বে রামপুরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি, ২০২১) দিবাগত রাতে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়। বাদীর এজাহার হতে জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ বাদীর ফেসবুক পেজ ও ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি করে। পরবর্তী সময়ে টাকা না পেয়ে হ্যাক করা ফেসবুক থেকে বিভিন্ন আপত্তিকর ছবি, আপত্তিকর পোস্ট, মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপাত্ত প্রচার করে।