মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় কোপা আমেরিকা থেকে নাম সরিয়ে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সময় বাছাই পর্বের ম্যাচ পড়েছে দেশ দুটির।কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে।আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরুর সঙ্গে ‘বি’ গ্রুপে ঠাঁই হয়েছিল কাতারের।এএফসির সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতার ছিল অতিথি দল। তাদের ছাড়াই আসর চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন কনবেমলের একজন সদস্য।প্রথমবারের কোপা আমেরিকার আয়োজক দুই দেশ- আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১১ জুন প্রতিযোগিতাটি শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা। এই টুর্নামেন্ট চলার সময়েই চলবে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাই। সেখানে খেলার জন্যই নাম সরিয়ে নিতে হয়েছে এএফসির সদস্য দুই দেশের।গত বছর গ্রীষ্মে (জুন-জুলাইয়ে) কোপা আমেরিকা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু koronaভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।